কাকলী লাজুক হাসিতে মুখে আচল দিয়ে মাধুরীর রুমের দিকে দেীড় দেয়। দৌড়ানোর সময় হাসিম ও জাভেদ কাকলীর পাছার দিকে এ পলকে চেয়ে থাকে। জাভেদ আর হাশিমের চোখের দিকে চেয়ে সুধা ঠোঠের ফাকে হাসে। কাকলী রুমের দুয়ারে গিয়ে চিৎকার শুরু করে, বৌদি বৌদি তোমার সাথে আমিও ভর্তি হয়েছিগো, রুমে ঢুকে দেখে মাধুরী নেই। মাধুরেিক ডাকে, বৌদি ওহ বৌদি কোথায় গেলে। মাধুরীর কোন সাড়া পায় না কাকলী।দুষ্টমির ছলে কোখাও লুকিয়ে আছে কিনা সেটা দেখার জন্য রুমের সব স্থানে খুজে, কিন্তু কোথাও নেই তার মাধুরী। ব্যার্থ মনোরথ হয়ে মাধুরীর বিছানায় বসে থাকে। কিছুক্ষন পরে হিজরা কালী এসে বলে, দিদি আপনার রুম এটা নয়, ওপাশে আপনার জন্য রুম বরাদ্দ করা হয়েছে আসুন সেখানে। কাকলী কিছুটা বিব্রত হয় কালীকে দেখে, নিচে তার বাবার কথা বলতে